মণিরামপুরে করোনা ভাইরাস পরিস্থিতি উর্ধ্বমুখী উঠছেই। বুধবার (৭ জুলাই) নতুন করে ৪৫ জনের শরীরে করোনা পজিটিভ মিলেছে। এদিয়ে মোট চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ২২৩ জন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, করোনাকালীন সময়ের মধ্যে মণিরামপুরে বুধবার ছিলো আক্রান্তে সংখ্যা সর্বোচ্চ। সবমিলিয়ে এ পর্যন্ত ২২৩ জন হাসপাতালের আয়াত্তে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ অনুপ কুমার বসু বলেন, মণিরামপুরের করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। বুধবার ৪৫ জন আক্রান্ত হয়েছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শুভ্রা রানী বলেন, চিকিৎসাধীন ২২৩ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১২ জন। বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমান পর্যন্ত মণিরামপুর হাসপাতালে অক্সিজেনসহ করোনা রোগীর চিকিৎসা ক্ষেত্রে কোন সমস্যা নেই বলে দাবী করেছেন তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]