মণিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে নিছার আলী সানা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার হরেরগাতী গ্রামের আবু তালেব সানার ছেলে। রবিবার বিকালে ওই গ্রামে ঘটনাটি ঘটে।
সোমবার (২০ ডিস্মেবর) সকাল ১০টায় জানাজা শেষে নিছার আলীর দাফন সম্পন্ন হয়েছে।
নিছার আলী পেশায় দিনমজুর। শীত মৌসুমে তিনি খেজুর গাছ কেটে রস সংগ্রহ করতেন। এলাকায় তিনি নিছার গাছি নামে পরিচিত।
হরেরগাতী এলাকার গ্রাম পুলিশের সদস্য রুহুল আমিন বলেন, রবিবার দুপুরে মাঠে খেজুর গাছ কাটতে যান নিছার গাছি। নিজের ১০-১২টি গাছ কাটার পর গ্রামের শহিদুল্লাহ তরফদারের খেজুর গাছ কাটতে ওঠেন তিনি। তখন পা পিছলে নিচে পড়ে যান ওই গাছি। খবর পেয়ে স্বজনরা তাকে বিকাল সাড়ে তিনটার দিকে স্থানীয় চালকিডাঙা বাজারে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। তখন চিকিৎসক নিছার গাছিকে মৃত ঘোষণা করেন।
রুহুল আমিন বলেন, সোমবার সকাল ১০টায় জানাজা শেষে নিছার গাছির দাফন সম্পন্ন হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]