যশোরের মণিরামপুরে কাজের পারিশ্রমিক চাওয়ায় আক্তার হোসেন (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের গায়ে গরম পানি ছুড়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চা-দোকানি তরিকুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। আহত আক্তার মণিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর-২০২২) সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পাড়দিয়া বাজারে এ ঘটনা ঘটে। আটক তরিকুল ওই বাজারের চা-বিক্রেতা। তিনি পাড়দিয়া গ্রামের মোহাম্মদ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান- উপজেলার চণ্ডীপুর গ্রামের মুনছুর সরদারের ছেলে আক্তার বুদ্ধিপ্রতিবন্ধী। তিনি দীর্ঘদিন ধরে পাড়দিয়া বাজারে পরিচ্ছন্নতার কাজ করেন। মঙ্গলবার সকালে তরিকুলের কাছে কাজের বিনিময়ে ১০ টাকা দাবি করেন আক্তার। টাকা না দিয়ে উল্টো আক্তারের গায়ে, তরিকুল গরম পানি ছুড়ে মারেন। এ সময় আক্তার প্রতিবাদ করলে তাকে মারধরও করেন তরিকুল।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন- গরম পানিতে প্রতিবন্ধীকে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চা-দোকানি তরিকুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]