যশোরের মণিরামপুরে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রবিবার (১ মে ২০২২) দুপুর ২টার দিকে মণিরামপুরের রাজগঞ্জ-চাঁচড়া যশোর সড়কের বালিরখাল নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে- অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রীবেশে ইজিবাইক চালক মফিজুল গাজী (৩০) কে ভাড়া করে এনে উল্লেখিত স্থানে অচেতন করে তাকে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। মফিজুল গাজী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বহুড়া গ্রামের ইবরাহিম গাজীর ছেলে।
এরিপোর্ট লেখা পর্যন্ত মফিজুল গাজী মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী হাসপাতাল মোড়ে অচেতন অবস্থায় রয়েছে।
স্থানীয় সংবাদকর্মী এরশাদ আলী ঘটনাস্থল থেকে বলেন- মফিজুল গাজীর কাছে একটি কার্ড পাওয়া গেছে। তাতে তার নাম ঠিকানা পাওয়া যায় এবং ক্ষতিগ্রস্থ ইজিবাইক চালক মফিজুলের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com