যশোরের মণিরামপুরে জানাযা নামাজে আসা দুই মুসল্লির দুটি মোটরসাইকেল চুরি হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল-২০২২) বিকেলে এ ঘটনাটি ঘটেছে মণিরামপুরের ঝাঁপা গ্রামে।
স্থানীয়রা জানিয়েছেন- মণিরামপুরের ঝাঁপা গ্রামের সামছুর রহমান ওরফে বড় মিয়া (৮০) শনিবার (২৩ এপ্রিল-২০২২) দুপুরের দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এদিন বিকেলে আছরের নামাজ বাদ বাড়িরপাশে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এই জানাযা নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা ও স্থানীয় লোকজন, আত্মীয় স্বজন অংশগ্রহন করেন। এ জানাযা নামাজের স্থান থেকে ঝাঁপা দাড়িয়াপাড়া গ্রামের ইউছুপ আলীর একটি বুলু রঙ্গের পালসার ডবল ভিস্ক মোটরসাইকেল। যার নাম্বার (যশোর-ল-১৩-৭৬৬৬) ও শার্শা উপজেলার জিরনগাছা গ্রামের নাছির উদ্দীনের একটি সাদা-কালো রঙ্গের ডিসকভার মোটরসাইকেল। যার নাম্বার (যশোর- ১৭-৫২২০) চুরি হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ উল্লেখিত দুই মুসল্লি জানান- আমরা মোটরসাইকেল এখানেই রেখে জানাযা নামাজে অংশগ্রহণ করি এবং দাফন কাজ সম্পন্ন শেষে ফিরে এসে দেখি তাদের মোটরসাইকেল দু'টি সেখানে নেই। আশেপাশে বহু খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি।
মোটরসাইকেল মালিক ইউছুপ আলী ঘটনাটি মৌখিকভাবে ঝাঁপা পুলিশ ফাঁড়িকে জানিয়েছেন এবং মণিরামপুর থানায় সাধারণ ডায়েরী করবেন বলে জানান।
স্থানীয় ঝাঁপা পুলিশ ফাঁড়ির এ এস আই মোয়াজ্জেম হোসেন বলেন- কে-যেনো বলছিল, জানাযা নামাজের স্থানে রাখা মোটরসাইকেল কে-যেন সরিয়ে রেখেছে, পাওয়া যাচ্ছে না। পরে আর কেউ কিছু জানাইনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]