মণিরামপুরে ধানক্ষেত থেকে আনুমানিক ২৫-২৬ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানান- রোববার (১০ অক্টোবর-২০২১) মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজারের সিটিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পূর্বপাশের খেত থেকে ঢেঁড়শ তুলতে যান গোলাম হোসেন নামে এক চাষী। তিনি পাশের ধান খেতে একটা অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি স্থানীয় লোকজনকে খবর দেন।
স্থানীয়রা তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মণিরামপুর থানার ওসি নূর-ই আলম সিদ্দিকীসহ সঙ্গীয় ফোর্স মরদেহ উদ্ধার এবং যশোর মর্গে প্রেরণ করেন।
তিনি বলেন- নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। কেউ তাকে চিনতে পারছেন না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com