হেলাল উদ্দিন, মণিরামপুর : যশোরের মণিরামপুর ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে মে মাসের মাসিক সমন্বয় সভায় অংশ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমজাদ হোসেন লাভলু এ সভায় সভাপতিত্ব করেন।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর সভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তারসহ উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যানরা ও সব দপ্তরের কর্মকর্তারা।
সভার শুরুতে উপজেলা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দায়িত্বভার গ্রহণপত্রে স্বাক্ষর করান এবং ভাইস চেয়ারম্যাদের অফিসের নির্ধারিত চেয়ারে বসান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]