যশোরের মণিরামপুরে পণ্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ৮টি দোকানের এক পাশ ভেঙে দিয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকালে যশোর-চুকনগর সড়কের বেকারিতলা বাজারে এ ঘটনা ঘটে। এতে দোকানগুলোর সামনের দেওয়াল ও চালা ভেঙে গেছে। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বেগারিতলা বাজারের ব্যবসায়ী ইমরান হোসেন বলেন- ভোর সাড়ে পাঁচটার দিকে দোকানদাররা এসে ব্যবসাপ্রতিষ্ঠান খুলছিলেন। এ সময় যশোরের দিক থেকে ছেড়ে আসা একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের পূর্ব পাশের সারিবদ্ধ দোকানের এক পাশ দিয়ে ধাক্কা দিয়ে যায়। এতে আতিয়ার রহমানের হোটেল, বাবুর ভাজার দোকান, শাহজাহান আলীর পানের দোকান, মৃণাল দাসের সেলুন ঘর, রাসেল ও ইসমাইল হোসেনের ইলেকট্রনিক্সের দোকান, রবিউল ইসলামের সাইকেল গ্যারেজ ও নুরুল আমিনের চা দোকানের সামনের অংশের দেওয়াল ও টিনের চালা ভেঙ্গে গেছে।
ইমরান হোসেন আরও বলেন- নিয়ন্ত্রণ হারানোর সময় ট্রাকের চালক ভিতরে ঘুমিয়ে ছিলেন। তার সহযোগি গাড়ি চালানোতে দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাক ও চালকে ধরে বাজার কমিটি, তাদের রাখে। চালকের সহযোগি কৌশলে পালিয়ে যায়।
উল্লেখ্য- গত বছর এ বাজারের একইস্থানের কয়েকটি দোকানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়েছিলো। এঘটনায় ৫ জনের প্রাণহানি ঘটেছিলো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]