যশোরের মণিরামপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আরও এক যুবক আটক হয়েছে। আটককৃত যুবক মণিরামপুরের আগরহাটি গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩০)।
গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে মণিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহমান ইমরানকে আগরহাটি মাদরাসার সামনে থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে।
তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
এদিকে একই রাতে থানা পুলিশ গাঁজাসহ আমিনপুর গ্রামের শের আলীর ছেলে আবুল কালাম, হাকোবা গ্রামের নকিবুল্লাহর ছেলে শাহ আলম, গ্রেফতারি পরোয়ানাভুক্ত তাহেরপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে তাজাম্মুল হোসেন, ইত্যা গ্রামের জুম্মান আলীর ছেলে হাফিজুর রহমান, মাঝলাউড়ি গ্রামের হাকিম খাঁর ছেলে তাজাম্মুল হোসেনকে গ্রেফতার করেছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বলেন- গ্রেফতারকৃত ছয়জনকে আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]