প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা অফিস থেকে। যশোরের মণিরামপুর উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ মিলে মোট ৪৭২ টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে শহিদ মিনার নেই ২৬৮টি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজে। যশোর জেলা মাধ্যমিক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানাগেছে- মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৬৭টি। এরমধ্যে ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার নেই। আর ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার আছে।
অপর দিকে- মণিরামপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলে ২০৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ১১৯টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শহিদ মিনার আছে। আর ৮৬টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শহিদ মিনার নেই।
শিক্ষা অফিস থেকে বলা হচ্ছে- প্রতিটি স্কুল ও কলেজ কর্তৃপক্ষকে শহিদ মিনার নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে যাদের সামর্থ্য আছে তারা নিজ খরচে প্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণ করবে। আর যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সামর্থ নেই, ওই প্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদফতরের আবেদন করবে। আর প্রধান শিক্ষকেরা ওই এলাকার জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতায় শহিদ মিনার নির্মাণ করবে।
শিক্ষা অফিস থেকে আরও বলা হচ্ছে- যদি কোনো বিদ্যালয়ে শহিদ মিনার না থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা নিকটবর্তী বিদ্যালয়ে শহিদ মিনার থাকলে সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]