বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান (নৌকা) পূনরায় মণিরামপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারী) অনুষ্ঠিত মণিরামপুর পৌর নির্বাচনে তিনি বিপুল ভোটে বে-সরকারিভাবে অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান (নৌকা) প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র এ্যাড. শহীদ ইকবাল হোসেন (ধানের শীষ)।
সাধারণ কাউন্সিলর পদে ১নং-(হাকোবা) ওয়ার্ডে আজিম হোসেন (পানির বোতল), ২নং-(মহাদেবপুর-গাংড়া-জয়নগর) ওয়ার্ডে সুমন কুমার দাস (উট পাখি) ৩নং-(মণিরামপুর) ওয়ার্ডে বাবুলাল চেীধুরী (উট পাখি), ৪নং-(দূর্গাপুর-স্বরুপদাহ) ওয়ার্ডে আদম আলী (টেবিল ল্যাম্প), ৫নং-(তাহেরপুর) ওয়ার্ডে আসাদুজ্জামান মোড়ল (উট পাখি), ৬নং-(জুড়ানপুর-বিজয়রামপুর আংশিক) ওয়ার্ডে আব্দুল কুদ্দুস (উট পাখি), ৭নং-(মোহনপুর) ওয়ার্ডে কামরুজ্জামান কামরুল (ডালিম) ৮নং-(কামালপুর-মোহনপুর আংশিক) ওয়ার্ডে বাবুল রহমান (পানির বোতল) এবং ৯নং-(বিজয়রামপুর) ওয়ার্ডে আয়ুব পাটোয়ারী (উট পাখি) বে-সরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত নারী কাউন্সিলর (১,৫,৬) ওয়ার্ডে অনিমা মিত্র (চশমা),(২,৩,৪) ওয়ার্ডে অপেলা খাতুন (জবাফুল) এবং (৭,৮,৯) ওয়ার্ডে গীতা রানী কুন্ড (জবাফুল) বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]