ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে মণিরামপুরে।
মণিরামপুর উলামা পরিষদের উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক ঘোরে।
এর আগে কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজারো মুসল্লি অংশ নেন।
মাদানীনগর মাদরাসার শিক্ষক মাওলানা আবু বকরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উলামানগর মাদরাসার পলিচালক মুফতি কামরুজ্জামান, গরুহাটা মসজিদের খতিব মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিন, কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি নিজামউদ্দিন, মুরগিহাটা মসজিদের খতিম মাওলানা ইবরাহিম, থানা মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান, মাদানীনগর মাদরাসার পরিচালক মুফতি রশিদ বিন ওয়াককাস, মাজহারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা রেজাউল করিম, মাসনা মাদরাসার শিক্ষক মুফতি ইসমাইল হোসেন, ব্যবসায়ী মাওলানা আশরাফ ইয়াছিন, জামেয়া কারিমিয়া মাদরাসার পরিচালক মাওলানা আহসান কবির প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]