যশোরের মণিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ-২০২২) দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও সাইকেল বিতরণের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ডিবিজিএইচ মাধ্যমিক বিদ্যালয় ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ১০টি করে ৩০টি সাইকেল বিতরণ করা হয়েছে। সাইকেলের পাশাপাশি দুস্থ নারীদের মাঝে আটটি সেলাই মেশিন ও পাঁচজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে এসময় অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী, কাজী জলি আক্তার প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]