যশোরের মণিরামপুরে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এজাহার সরদার (৭৫) নামের একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা স্বজনদের।
মঙ্গলবার (০৩ মে-২০২২) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এড়েন্দা পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে।
এদিন বিকেল ৩টায় গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের দাফন সম্পন্ন করা হয়েছে।
মৃত এজাহার সরদার ওই গ্রামের মৃত জবেদ আলী সরদারের বড় ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন।
এজাহার সরদারের ছোট ভাই শমসের সরদার বলেন- সকালে এলাকার মসজিদে ঈদের সালাত আদায় করেন বড় ভাই। এরপর ছেলেদের সঙ্গে তিনি বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বসে পড়েন তিনি। পরে সেখানে তাঁর মৃত্যু হয়েছে।
বীর মুক্তিযোদ্ধার জানাজায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরে কৃষ্ণ অধিকারী, থানার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি, রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন, খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোমেন বিশ্বাসসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]