শুক্রবার (০৪ ফেব্রুয়ারি-২০২২) সকাল ১০টার পর থেকে হঠাৎ শুরু হয় বৃষ্টি। একটানা প্রায় দেড় ঘন্টার মাঝারি বৃষ্টি হয় তারপর থেমে থেমে বৃষ্টিতে যশোরের মণিরামপুর উপজেলার ইটভাটায় কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে কোটি কোটি টাকার কাঁচা ইট।
উপজেলার রাজগঞ্জ এলাকার সরদার ইটভাটার ম্যানেজার মো. রুহুল কুদ্দুস জানান- এখন ইট তৈরির ভরা মৌসুম চলছে। প্রত্যেক ইট ভাটাগুলোতে লাখ লাখ কাঁচা ইট খোলা আকাশের নিচেই শুকানো হচ্ছিল। বিপুল পরিমাণে শুকানো কাঁচা ইট খোলা আকাশের নিচে সাজানো অবস্থায় ছিল। হঠাৎ এই বৃষ্টিতে এসব ইটের বেশির ভাগই নষ্ট হয়ে গেছে এবং যাবে। প্রতিটি ভাটায় প্রচুর পরিমাণে সদ্য কেটে রাখা কাঁচা ইটসহ শুকিয়ে রাখা কাঁচা ইট নষ্ট হবে।
এই ভাটার আরেক ম্যানেজার মো. মফিজুর রহমান বলেন- তাদের ভাটায় প্রায় ৪ থেকে ৫ লাখ কাঁচা ইট মাঠে এবং খাড়ি দিয়ে রাখা আছে। এই বৃষ্টিতে অধিকাংশ কাঁচা ইট নষ্ট হয়েছে। এই নষ্ট ইটগুলো মাঠ থেকে সরাতেও প্রচুর শ্রমিকের প্রয়োজন। ইট কাটতে যেমন খরচ, বৃষ্টিতে নষ্ট হলে সেই ইট সরাতেও তেমন খরচ। এতে প্রতিটি ভাটা মালিক ব্যাপক ক্ষতির শিকার হবে।
মণিরামপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক জানান- মণিরামপুর উপজেলার মোট ৩০টির মতো ইট ভাটা চালু আছে। প্রতিটি ভাটায় ৫ থেকে ৮ লাখের মধ্যে কাঁচা ইট কাটা থাকে। এই বৃষ্টিতে অধিকাংশই কাঁচা ইট নষ্ট হবে এবং ৩০টি ইট ভাটায় প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হবে।
অনেক ভাটা মালিক আছেন, যারা ঋণ নিয়ে ভাটা পরিচালনা করেন। এতে তারা বড় ধরণের ক্ষতির মুখে পড়বে। তাদের পক্ষে এই ক্ষতি সামাল দেওয়া কষ্টকর হয়ে দাড়াবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]