যশোরের মণিরামপুরে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অপরাধে আজিজুর রহমান নামে এক দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তার দখলে থাকা ৬০ বস্তা সার জব্দ করা হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর-২০২২) বিকেল ৪টার দিকে উপজেলার রাজগঞ্জ এলাকার আটঘরা নেংগুড়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান উপস্থিত ছিলেন।
এসিল্যাণ্ড আলী হাসান বলেন- আটঘরা নেংগুড়া বাজারে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক আজিজুর রহমান বিনা অনুমতিতে সার মজুদ ও বিক্রি করছিলেন। অভিযান চলা সময়ে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় তার হেফাজতে থাকা ৩৭ বস্তা ইউরিয়া, ৩ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ১৭ বস্তা সালফার ও এক বস্তা মিউরেট অব পটাশ (এমওপি) সার জব্দ করা হয়েছে।
এসিল্যাণ্ড আলী হাসান বলেন- কৃষি অধিদপ্তরের অনুমতিহীন সার মজুদ ও বিক্রির দায়ে আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ ৬০ বস্তা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে এবং আজ রোববার (৪ সেপ্টেম্বর-২০২২) সরকারি দরে সারগুলো বিক্রি করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]