মেধাবী ছাত্র আব্দুর রহিমের পাশে দাড়িয়েছেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। গণমাধ্যমের প্রকাশিত খবরের ভিত্তিতে নাজমা খানম রোববার (১১ এপ্রিল-২০২১) বিকেলে উপজেলার রাজগঞ্জের গৌরীপুর গ্রামে আব্দুর রহিমের বাড়িতে যান।
এ সময় মেডিকেলে ভর্তির খরচ হিসেবে পরিবারের সকলের উপস্থিতিতে আব্দুর রহিমের হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন নাজমা খানম। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম এ সময় রহিমের পিতা আব্দুল হালিম এবং মা জেসমিন আরাকে প্রতিশ্রুতি দেন আব্দুর রহিমের মেডিকেলে পড়া শেষ পর্যন্ত সার্বিকভাবে সহযোগীতা করা হবে। এ সময় চেয়ারম্যান নাজমা খানমের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা ইসহাক আলী এবং চেয়ারম্যানের ছেলে আসিব খান অভি।
উল্লেখ্য, মেধাবী ছাত্র আব্দুর রহিম মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের গৌরীপুর গ্রামের রিকসা চালক আব্দুল হালিম বিশ্বাসের ছেলে। এ বছর সে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির জন্য মেধা তালিকায় স্থান পায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]