করোনা সংকটের দু’বছর পরে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সারাদেশের ন্যায় যশোরের মণিরামপুরে পালিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
মঙ্গলবার (০৩ মে-২০২২) সকাল ৮টা থেকে শুরু হয়ে ৯টার মধ্যে মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নে ও ১টি পৌরসভার বিভিন্ন ঈদগাঁহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিসহ ছোট-বড় সকল বয়সের পুরুষ মানুষ।
ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মানুষ নিজের আত্মীয় স্বজন, দেশবাসী ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন মানুষেরা এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]