মণিরামপুরে মৎস্য দপ্তরের অনুমতি না নিয়ে মাছের খাবার বিক্রির অভিযোগে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ আগস্ট-২০২২) বিকেলে উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের কুচলিয়া নতুন বাজারের ব্যবসায়ী পুষ্পন কবিরাজকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন, বেঞ্চ সহকারী ফাহিম আল মোমিন, ক্ষেত্রসহকারী ফয়সল নেওয়াজ, অলোক কুমার মল্লিক (এনএটিপি-২) প্রমুখ উপস্থিত ছিলেন।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ বলেন- ট্রেড লাইসেন্সের পাশাপাশি ব্যবসায়ীদের মাছের খাদ্য বিক্রি করতে হলে আমার দপ্তর থেকে ৫০০ টাকা খরচে একটি লাইসেন্স করার নিয়ম আছে। পুষ্পন কবিরাজ সে লাইসেন্স না নিয়ে মাছের খাদ্য বিক্রি করছিলেন। এ অভিযোগে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন- ২০১০ এর ৪ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]