যশোরের মণিরামপুরে সোমা খাতুন (২৮) নামের এক গৃহবধূর মরাদহে উদ্ধার হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর-২০২২) বেলা ১০টার দিকে শ্বশুর বাড়ির লোকজন শোবার ঘর থেকে তার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ মরাদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
সোমা খাতুন উপজেলার বোয়ালীঘাট এলাকার আব্দুর রশিদের স্ত্রী। এ দম্পতির সজিব ও স্বজল নামে দুই সন্তান রয়েছে।
ননদ ও শাশুড়ির ওপর অভিমান করে ওই গৃহবধূ আড়ার সাথে ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের (১,২ ও ৩) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য সাথী বেগম বলেন, রোববার (২৫ ডিসেম্বর-২০২২) রাতে শাশুড়ি ও ননদের সাথে ঝগড়া হয় গৃহবধূর। সকালে স্বামী আব্দুর রশিদ স্ত্রীর রাগ ভাঙাতে স্থানীয় বাজার থেকে খাবার এনে দেন। তখন ফের ননদের সাথে বাগবিতণ্ডা হয় সোমার। এরপর স্বামী মাঠে কাজে চলে যান। এ সুযোগে দুই ছেলেকে দোকানে পাঠিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।
মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ জানতে গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]