যশোরের মণিরামপুরের সরসকাঠি গ্রামের মাদরাসা ছাত্র শিশু তাওহীদকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে একই পরিবারের তিনজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (০৫ জুলাই-২০২২) ওই শিশুর পিতা জয়নাল আবেদীন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো সরসকাঠি গ্রামের মুক্তার আলী ও তার স্ত্রী নিহার বেগম এবং ছেলে মাহাবুর হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, জয়নাল আবেদীন কৃষিকাজ করে জীবন যাপন করেন। আসামিরা তার প্রতিবেশী প্রায় সময় তারা জয়নালের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। জয়নাল বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা পরিকল্পনা করে গত ২০ জুন-২০২২ ছেলে তাওহীদকে কৌশলে মাদরাসা থেকে অপহরণ করে বাড়িতে নিয়ে আটকে রাখে। এরপর আসামিরা জয়নালকে সংবাদ দিয়ে চাঁদার ১ লাখ টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে বলেন। স্থানীয়দের বিষয়টি জানিয়ে পুলিশ সংবাদ দেয়ার প্রস্তুতি নিলে ছেড়ে দেয়। এ ব্যাপারে থানায় মামলা করতে চাইলে আাসমিরা ক্ষিপ্ত হয়ে বাড়িতে হামলা করে ভাঙচুর করে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে থানায় মামলা করতে ব্যর্থ হওয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]