যশোরের মণিরামপুরে শীতের তীব্রতা বেড়েছে। গত দুইদিন ধরে প্রচণ্ড শীত পড়ছে মণিরামপুরে। শীতে অসহনীয় হয়ে উঠেছে জীবনযাত্রা।
এই অসহনীয় শীত থেকে বাঁচতে অনেক মানুষ খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
মণিরামপুরের ঝাঁপা গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন (৫৫) বলেন- শীতের তীব্রতা বাড়ছে তো বাড়ছেই। চলমান কনকনে শীতে কাজ কর্ম করাটাও কষ্টকর। বেশি সমস্যা হচ্ছে বাতাসে।
গত দুদিন ধরে মণিরামপুরে সূর্যের দেখা মেলেনি। প্রয়োজনীর কাজ ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। সকালে এবং সন্ধ্যার পর বাজারে ও রাস্তায় মানুষের উপস্থিতি খুব সামান্য দেখা যাচ্ছে। কিছু ভ্যান, ইজিবাইক ও মোটর সাইকেল চালকদের রাস্তায় দেখা যাচ্ছে। অনেক জায়গায় খড়কুটো, ডালপালা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]