যশোরের মণিরামপুরে শিক্ষক ও সাংবাদিক মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ৯টার সময় মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সড়কে বিআরটিসি পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হন তিনি।
তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর হাসপাতাল, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও সর্বশেষ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিজানুর রহমান সরকারি বালিকা বিদ্যালয়ের ভন্যুতে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ এর কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণে অংশ নিতে যাওয়ার পথে যশোরমুখী বিআরটিসি পরিবহন তাকে চাপা দিলে এ দুর্ঘটনার শিকার হন। পরিবহনে চাকায় পিষ্ট হয়ে তার বাম পায়ের হাটুর নীচ অংশ সম্পূর্ণ পিষে গেছে। তার মাথায় আঘাত প্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছেন।
সাংবাদিক মিজানুর রহমান মণিরামপুর প্রেসক্লাবের বারবার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত অর্থ বিষয়ক সম্পাদক এবং মহাদেবপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মণিরামপুর পৌর শহরে হ্যানিমুন হোমিও ফার্মেসি নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি গাংড়া গ্রামের মৃত. ইনতাজ মোল্ল্যার ছেলে।
সড়ক দূর্ঘটনায় আহত মিজানুর রমহানের দ্রুত সুস্থ্যতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যসহ মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]