মণিরামপুরে বিষধর সাপের কামড়ে হামিম নামে সাড়ে তিন বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কদমবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের ইয়াসিন হোসেনের ছেলে।
ইয়াসিন হোসেন বলেন, রাত সাড়ে আটটার দিকে হামিমকে নিয়ে আমার স্ত্রী ঘরে খাটের ওপর শুয়ে ছিল। হঠাৎ নড়াচড়া দিয়ে ওঠে হামিম। তখন খাটের ওপর থেকে একটি সাপ (পাথুরে কালাস) নেমে যেতে দেখা যায়। ছেলেকে সাপে কেটেছে ভেবে রাতে তাকে বিভিন্ন কবিরাজের বাড়ি নিয়ে যাই। সবাই বিষ নেই বলে আমাদের ফিরিয়ে দিয়েছে। পরে রাত আড়াইটার দিকে হামিমের মৃত্যু হয়।
এদিকে, খবর পেয়ে সোমবার সকালে মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম শিশুটির বাড়ি গিয়ে স্বজনদের সমবেদনা জানান। এসময় তিনি পরিবারটিকে সরকারিভাবে আর্থিক সহায়তার আশ্বাস দেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]