মণিরামপুর বাজারের রাস্তা প্রশ্বস্তকরণ, যানজট নিরাসন ও পানি নিস্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনেজসহ নানাবিধ সমস্যা সমাধানের দাবীতে যশোরের মণিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারন জনগন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মণিরামপুর বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, শ্রীবাস কুন্ডু, আবুল হোসেন, সদস্য মণিরামপুর পৌরসভার কাউন্সিলর আজিম হোসেন, সাবেক কাউন্সিলর গোপাল মল্লিক, অ্যাডভোকেট আসাদুজ্জামান প্রমূখ।
বক্তারা অবিলম্বে মণিরামপুর বাজারের মেইন রাস্তা প্রশস্তকরণ, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং বাজারের যানজট নিরাসনের জোর দাবী জানান। অন্যতায় কঠোর আন্দোলনের হুুশিয়ারী দিয়েছেন তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]