সাতক্ষীরা প্রতিনিধি: কৃষক তার নায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, মধ্যস্বত্বভোগীরা এই সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে যার প্রভাব সরাসরি পড়ছে ক্রেতার উপর। আর ক্ষতির শিকার হচ্ছে প্রান্তিক কৃষক। সরকারের সার্বিক সহযোগীতায় কৃষি বিপনন বিভাগ কাজ করছে।
প্রকল্পগুলো বাস্তবায়ন হলে কৃষক সরাসরি কৃষি বিপনন কেন্দ্রে যেয়ে তাদের উৎপাদিত কৃষি পণ্য নায্য মূল্যে বিক্রয় করতে পারবে। যাতে কৃষক যেমন লাভবান হবে তেমনিভাবে ক্রেতারা স্বল্পদামে কৃষি পণ্য ক্রয় করতে পারবে।
জলবায়ু পরিবর্তন অভিযোজন ও অনাবাদী পতিত জমি চাষের মাধ্যমে সাতক্ষীরা জেলার কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকের সাথে মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার মিয়া সাহেবের ডাঙ্গায় এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারনের এই আয়োজনে সভাপতিত্ব করেন খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো: সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মো: মনির হোসেন, সবজিচাষী আজমল হোসেন প্রমুখ।
কৃষি উদ্যোক্তা আজমল হোসেন বলেন পূর্বে কৃষির চাষাবাদ করে যে সুফল আমরা পেতাম বর্তমানে একই জমিতে আধুনিক ভাবে চাষাবাদ করে একই জমিতে অধিক ফসল ও মুনাফা পাচ্ছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]