মনিরামপুর কালারহাট ফুটবল টুর্নামেন্টে রাজগঞ্জ একতা সংঘ কে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মনিরামপুরের সোরাবমোড় ফুটবল একাদশ।
রবিবার (৬ ডিসেম্বর ) বিকেলে কালারহাট হাইস্কুল ফুটবল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট এর প্রথম সেমিফাইনাল খেলার প্রথমার্ধে ১০ মিনিটে সোরবমোড় ফুটবল একাদশ এর ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল গোল করে দলকে এগিয়ে নেন। ১৫ মিনিটে সোরবমোড় ফুটবল একাদশের ১১ নম্বর জার্সিধারী খেলোয়ার মিঠু গোল করে ব্যবধান বাড়িয়ে মধ্য বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটে সোরবমোড় ফুটবল একাদশ এর ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মোমিন গোল করে আরো এগিয়ে নেন। ২৪ মিনিটে সোরাবমোড় ফুটবল একাদশ এর ১১ নম্বর জার্সিধারী খেলোয়ার মিঠু নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করে দলের বিজয় নিশ্চিত করেন।
বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]