মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ৪ হাজার ৪৪৩ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার নগদ ৪৫০ টাকা।
বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী ঝাঁপা ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর এ উপহার জনপ্রতি ৪৫০ টাকা বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান সামছুল হক মন্টু।
এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব এনামুল কবির, ট্যাগ অফিসার ভগিরথ চন্দ্র, ইউপি সদস্য আব্দুল রশিদ, ইউপি সদস্য আব্দুল গফুর, তাজু হোসেন, আকবর আলী, লাকী খাতুন, ডিজিটিল সেন্টারের উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগ, এনজিও প্রতিনিধি কামাল হোসেন প্রমুখ।
প্রধানমন্ত্রীর এ উপহারকালে আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান সামছুল হক মন্টু বলেন- জাতীর জনকের স্বপ্ন বাস্তবায়নে, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুফল সাধারণ মানুষ ঘরে বসে পাচ্ছেন। তাই জনগনের একজন সেবক হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার তালিকা অনুযায়ী সঠিকভাবে সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়া দায়িত্ব বলে মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া জনপ্রতি যে টাকা দিয়েছন তা পেয়ে এই গরীব এলাকার মানুষ মহা খুশী হয়েছে। তালিকার ব্যাপারে জানতে চাই তিনি বলেন- সঠিক তালিকা করেছি। আমার ইউনিয়নের সকল অসহায় মানুষ প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাবে বলে আমার বিশ্বাস।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]