আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৬ জন ও বিএনপির ২ জন মোট ৮ জন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দলের হাই কমান্ডে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ ইউনিয়নের কিছু ভোটার এ প্রতিনিধিকে জানিয়েছেন, চেয়ারম্যান প্রার্থীরা দলের তৃণমূল থেকে হাই কমান্ড, চায়ের দোকান থেকে রাজপথ এবং ভোটারদের দোরগোড়ায় ছুটছেন দলীয় সমর্থন পেতে। ভোটাররাও, তাদের আলোচনায় ও হিসাব নিকাশে তুলে ধরছেন প্রচার-প্রচারণায় থাকা প্রার্থীদের দোষ-গুন। এরই মধ্যে আলোচনায় আসছে কে পাচ্ছেন নৌকা প্রতীক আর কে পাচ্ছেন ধানের শীষ প্রতীক। এ আলোচনা চলছে ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে, মোড়ে মোড়ের চায়ের দোকানসহ সর্বত্রই। বিগত বছরে নির্বাচিত চেয়ারম্যানদের কি ব্যর্থতা, কি সফলতা তার চুল চেড়া বিশ্লেষণও চলছে ইউনিয়নের সর্বসাধারণের মধ্যে।
তবে, দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীই গ্রহণযোগ্যতা পাবে, এমনটাই জানিয়েছেন উভয় দলের ভোটার সমর্থকেরা। ঝাঁপা ইউনিয়নে আওয়ামী লীগ থেকে ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থীর নাম শোনা যাচ্ছে। বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ সামছুল হক মন্টু, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা এসএম রবিউল ইসলাম রবি, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ শিপন সরদার, আওয়ামী লীগ নেতা মোঃ আবুল বাসার, সরদার আলাউদ্দিন চাকলাদার এবং উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দিন ইউনিয়ন ব্যাপী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরা সকলেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। উল্লেখিত সকলেই যার যার মতো কর্মী সমর্থক নিয়ে মাঠ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। সম্ভাব্য প্রার্থীরা প্রতিদিন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কোনো না কোনো এলাকায় সাধারণ ভোটারদের সাথে আলোচনা ও মতবিনিময়সহ দোয়া ও ভোট প্রার্থনা করছেন। এদিকে বসে নেই বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা। বিএনপি থেকে ঝাঁপা ইউনিয়নে ২জন চেয়ারম্যান পদপ্রার্থীর নাম শোনা যাচ্ছে। যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন- ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আহম্মেদ, জেলা কৃষকদলের সাবেক সদস্য ও ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোঃ মোতালেব গাজী। এরা ২জনই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ভোটারদের সাথে আলোচনা করছেন। সাথে সাথে দলীয় মনোনয়ন পেতে দলীয় হাই কমান্ডেও ছুটছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]