মনিরামপুরের ঝাপা ফুটবল টুর্নামেন্টের টাইব্রেকারে ৪-৩গোলে মোবারকপুরকে হারিয়ে সেমিতে মল্লিকপুর।
সোমবার ২৮সেপ্টেম্বর বিকালে ঝাপা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম কোয়াটার ফাইনাল খেলায় প্রথমার্ধে গোলশুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ২২মিনিটে মোবারকপুর ফুটবল একাদশের সাইক্লোন গোল করে দলকে এগিয়ে নেন। ২৪মিনিটে মল্লিকপুরের লিটন গোল করে দলকে সমতায় ফেরান। নির্দ্ধরিত সময়ে আর গোল না হওয়ায় পরে সরাসরি টাইব্রেকারে ৪-৩গোলে মনিরামপুরের মোবারকপুরকে হারায় মল্লিকপুর।
খেলাটি পরিচালনা করেন মিঠু।
বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন
২৯সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে একই মাঠে ২য় কোয়াটার ফাইনালে মনিরামপুরের খাটুরা ফুটবল একাদশ বনাম উজ্জলপুর ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]