মনিরামপুর উপজেলার মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে বয়ে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের বের হবার একমাত্র ইটের সলিংয়ের রাস্তাটি উচ্ছেদ করতে ও সরকারি কাজে বাধা সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে স্থানীয় একটি সরকার বিরোধী কুচক্রি মহল।
স্থানীয় সূত্রে জানাগেছে- হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম এবং ইউপি সদস্য শামছুর রহমান এলজিএসপি প্রকল্পের আওতায় উল্লেখিত দুই বিদ্যালয়ের মাঠের মাঝদিয়ে বয়ে যাওয়া পুরাতন একটি রাস্তা পুনারায় সংস্কার করে ইটের সলিং বসিয়ে মদনপুর গ্রামের হিন্দুপাড়াসহ গ্রামবাসির যাতায়াতের ব্যবস্থা করেন। কিন্তু এ কাজে বাধা হয়ে দাড়াই স্থানীয় একটি সরকার বিরোধী কুচক্রি মহল। তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে সদ্য নির্মাণ হওয়া রাস্তাটি উচ্ছেদের পায়তারা চালাচ্ছে।
জানাযায়- ইতিমধ্যে এলাকার একটি চক্র সদ্য নির্মিত এ রাস্তা উচ্ছেদের জন্য মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান এবং শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস বরাবর লিখিত অভিযোগ করেন।
এব্যাপারে হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন- এলজিএসপি প্রকল্পের আওতায় এ রাস্তা নির্মাণ করা হয়েছে। এটা এলাকাবাসির স্বার্থেই করা হয়েছে। এ রাস্তা দিয়ে মদনপুর হিন্দুপাড়াসহ গ্রামবাসির বের হবার একমাত্র রাস্তা।
একই দাবি করে ইউপি সদস্য শামছুর রহমান বলেন- এখানে পুরাতন রাস্তা ছিলো, সেটা পুনারায় সংস্কার করে ইটের সলিং করা হয়েছে। এলাকাবাসির দাবিতেই এ রাস্তা নির্মাণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]