মণিরামপুর উপজেলার রাজগঞ্জে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া জনপ্রিয় ৮ দলীয় 'বাধন দাড়িয়া' টুর্নামেন্টে ভোগতি একাদশকে ২-৩ গোলে পরাজিত করে মেহেরপুর একাদশ বিজয়ী হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠানিক ভাবে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
শাহপুর যুবসংগের আয়োজনে বাধন দাড়িয়া খেলায় প্রথম পর্বে অংশ গ্রহন করেন- নতুন মুলগ্রাম একাদশ, ঝাঁপা একাদশ, গোপশানা একাদশ, ভোগতি একাদশ, বকুলতলা একাদশ, মল্লিকপুর একাদশ, মেহরপুর একাদশ ও সুজাপুর একাদশ।
ফাইনালে ভোগতি একাদশ ও মেহেরপুর একাদশ হাড্ডা-হাড্ডা লডায়ের মধ্যে বিজয় ট্রপি প্রথম পুরস্কার সিনিয়ে নেয় মেহেরপুর একাদশ। এ খেলাটি বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ উপভোগ করেন।
খেলাটি পরিচালনা করেন রাহাজুল খাঁ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]