মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় বিদ্যুৎস্পর্শে শামছুন্নাহার (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার ভোরে রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি ইউনিয়নের গৌরিপুর গ্রামে ওই বৃদ্ধার বাড়িতে এঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা গৌরিপুর গ্রামের ফয়েজুর রহমান খা'র স্ত্রী। সে ৩ সন্তানের জননী।
জানা গেছে, বৃদ্ধা শামছুন্নাহার এদিন ভোরে ফজরের নামাজ আদায় করার জন্য ওজু করে ফেরার সময় ঘরের ভিতরের বিদ্যুতের তারে (ক্যাবল) জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিদ্যুতায়িত হয়ে সেখানেই মৃত্যু হয় বৃদ্ধা শামছুন্নাহারের।
স্থানীয় ইউপি সদস্য মফিজুর রহমান এ বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন৷
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]