যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি ইউনিয়নের পানিচত্র গ্রামের বীর মুক্তিযোদ্ধা জামাল খাঁ (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না.. রাজিউন)।
স্থানীয় ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম জানান- বুধবার (৩০ নভেম্বর-২০২২) বিকাল ৫ টার দিকে নিজ বাড়ি পানিচত্র গ্রামে তিনি মারা যান এবং এদিন রাত ৯টার পর মরহুম বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও থানা পুলিশের নেতৃত্বে, পুলিশ সদস্যরা মরহুনের গার্ডঅব অনার প্রদান করেন।
পরে জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা জামাল খাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা জামাল খাঁ মৃত্যুকালে স্ত্রী, ৮ জন ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]