মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই ফতেউর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
রোববার দুপুরে ইয়াবাসহ একটি বেসরকারি সংস্থার শাখা ব্যবস্থাপক জামিনুর ইসলামকে আটকের পর ঘুষ নিয়ে ওই রাতেই ছেড়ে দেয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়।
সোমবার সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করলেও কী কারনে তাকে প্রত্যাহার করা হয়েছে তা জানাননি।
স্থানীয় সূত্র জানায়- রোববার দুপুরে ইয়াবাসহ আর্স বাংলাদেশ নামের বেসরকারি সংস্থার রাজগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক জামিনুর ইসলামকে রাজগঞ্জ বাজারের পেট্রোল পাম্পের সামনে থেকে আটক করেন এসআই ফতেউর রহমান। ওই রাতেই মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারেন। ওই রাতেই সহকারী পুলিশ সুপার সোহেব আহম্মেদ খান রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে যান। পরদিন তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই ফতেউর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ আসে।
সহকারী পুলিশ সুপার সোহেব আহম্মেদ খান প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন- তাকে প্রশাসনিক সিদ্ধান্তে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]