মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নওশের আলমের বিদায় সংবর্ধনা প্রদান উপলক্ষ্য এক স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠান হয়।
প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. নুরুল ইসলামের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ প্রেসক্লাবের ও কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম রবিউল ইসলাম রবি, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাস্টার মো. আব্দুর রশিদ মুকুল, সিনিয়র সহকারি শিক্ষক মো. আসাদুজ্জামান, শ্যামল কুমার বিশ্বাস, আফসানা শারমিন, মো. মাসুদ কামাল, উত্তম কুমার পাল, মার্জিয়া খাতুন, সহকারি শিক্ষক মো. আব্দুল মাজিদ, মো. হাবিবুর রহমান, মো. কামরুজ্জান, মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম সহ রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অর্থাৎ শেষে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সিনিয়র শিক্ষক মো. মাসুদ কামাল-এর উপর দায়িত্ব দে'য়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]