হেলাল উদ্দিন, মনিরামপুর: সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে 'এ' প্লাসে প্রথম স্থান অধিকার করেছে। এ বিদ্যালয় থেকে এবার এপ্লাস পেয়েছে ৪১ জন। এবার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ শাখা থেকে ৭৫ জন ও ভোকেশনাল শাখা থেকে ৪৯ জন মোট ১২৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। এরমধ্যে সাধারণ শাখা থেকে ৩১ জন ও ভোকেশনাল শাখা থেকে ১০ জন শিক্ষার্থী এপ্লাস পেয়েছে। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদ কামাল তুষার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। শুধু শিক্ষায় না, খেলাধুলা স্কাউটিং ও সাংস্কৃতিতেও রয়েছে ব্যাপক সাফল্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলম, বিদ্যালয়টির ধারাবাহিক এই সাফল্য ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]