মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে চাঁদাবাজির মামলায় ৩ আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
বৃস্পতিবার (০১ ফেব্রæয়ারি) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মনিরামপুর, যশোরের বিচারক অবন্তিকা রায় মামলার শুনানীতে এ আদেশ দেন।
জানা গেছে- মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মোবারকপুর বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান খানের ছেলে মেহেদী আল ইমরান খান বাদী হয়ে ইতোপূর্বে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (মনিরামপুর) আদালত, যশোরে ৪ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজি মামলা (৩৮১/২০২৩) দায়ের করেন। সম্প্রতি ওই মামলাটি তদন্ত করে ৩ জনের নামে চার্জশিট দেন সিআইডি উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) অনুপ কুমার দাস। ওই ৩ জন আসামি বৃহস্পতিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী (মনিরামপুর) আদালত, যশোরে হাজির হয়ে জামিন আবেদন করেন।
মামলার শুনানী শেষে আদালতের বিচারক মামলার আসামি উপজেলার মোবারকপুর মৃত. শওকত আলী খানের ছেলে মোঃ হাসানুজ্জামান খান (৪৮), মৃত. আমিন উদ্দিন খানের ছেলে মোঃ রফিকুল ইসলাম খান (৫০) ও শফিকুল ইসলামের (৪৭) জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদী মেহেদী আল ইমরান খান বলেন- আসামিরা কু-চক্রি, প্রতাররক পরসম্পদ লোভী, সন্ত্রাসী, দাঙ্গাবাজ ও চাঁদাবাজ শ্রেণির ব্যক্তিবর্গ। এলাকার যাবতীয় অপকর্মের সাথে এই আসামীগন সবসময় জড়িত থাকে। জমিজমা সংক্রান্তের জের ধরে আসামীগন বিভিন্ন সময় আমার কাছে ৫ লাখ টাকা চাঁদার দাবীতে আমাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এরপর গত ২৪/০৪/২০২৩ তারিখে আমার ব্যবসা প্রতিষ্ঠানে তারা দলবদ্ধে হাতে গাছি দা, লোহার রড, বাঁশের লাঠি ও বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এসে এই চাঁদার টাকার জন্য হামলা করে এবং নগদ ৮০ হাজার ৫০০ টাকা নিয়ে চলে যায়।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সুব্রত ব্যনার্জী বলেন- চাঁদাবাজি মামলায় ৩ আসামী জামিন চাইতে আদালতে উপস্থিত হয়। শুনানী শেষে আদালতের বিচারক উপস্থিত ৩ আসামীর জামিন নামঞ্জুর করেন এবং জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]