হেলাল উদ্দিন : মনিরামপুর থানা কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে জেলা পরিষদ হলরুম মনিরামপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার (যশোর) প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, মনিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, সুধীসমাজ ও থানার বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]