যশোরের মনিরামপুরে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ব্র্যাক ও এসকে ফাউন্ডেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জয়দেব কুমার দত্তের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকি, ইউপি চেয়ারম্যান জি.এম আবদুল আহাদ, আবদুর রাজ্জাক, চেয়ারম্যান মশিয়ার রহমান, ব্র্যাক ওয়াশের উপজেলা ব্যবস্থাপক বাবুল আকতার, উপ-সহকারী প্রকৌশলী মৌসুমী হালদারসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]