যশোরের মনিরামপুর পৌর শহরের দোলখোলা মোড়ে ট্রাক চাপায় জামাল হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দোলখোলা-ঢাকুরিয়া সড়কের সিএর মিলের সামনে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে।
নিহত কিশোর জামাল গাংড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় কিশোর জামাল বাইসাইকেল চালিয়ে বাজারের দিকে আসছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক ডা. হাসান আলী তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]