হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে মটরশুটি ক্ষেতে বিষ দিয়ে প্রায় চারশত কবুতর হত্যার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার তাজপুর গ্রামে ক্ষেত মালিক সাজ্জাত হোসেনের দেওয়া বিষে ওই কবুতরগুলোর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
সাজ্জাত হোসেন যশোরের মনিরামপুর উপজেলার তাজপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার মুক্তারপুর তালসারি তেতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মটরশুটি চাষ করেছেন একই গ্রামের সাজ্জাত হোসেন। তিন দিন আগে ওই ক্ষেতে বিষ প্রয়োগ করেন তিনি। এতে করে গত দু’দিনে মটরশুটি খেয়ে অন্তত ৪শ’ কবুতর মারা গেছে।
তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্ত কবুতর মালিকেরা জানান-
গ্রামের অনেক মানুষের পোষা কবুতর এভাবে মারা হয়েছে। তারা এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ক্ষেত মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগে কবুতর মারার ঘটনা স্বীকার করে বলেন- লাভের আশারয় মটরশুটি লাগিয়েছি। টাকা-পয়সা খরচ করে লাভের আশায় চাষকৃত মটরশুটি কবুতর খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করেছি। এতে কবুতর মারা গেলে তার কিছু করার নেই।
মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন- এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]