হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে যুবলীগ নেতা উদয় সংকর বিশ্বাসকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
নিহতের মা ছবি রানী বিশ্বাস বাদী হয়ে গত সোমবার (১৬ অক্টোবর) রাতে মামলাটি করেন।
এ ঘটনায় মঙ্গলবার (১৭ অক্টোবর) পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি টেকারঘাট বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন, বিদ্যালয়ে নিয়োগ এবং মাছের ঘের নিয়ে বিরোধে তার ছেলে উদয় শংকর বিশ্বাসকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি। মনিরামপুর থানার মামলা নম্বর-১৪।
মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন- আসামিদের মধ্যে দুজনকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- উপজেলা পাঁচাকড়ি গ্রামের পরিতোষ বিশ্বাস (৪৬) ও উত্তম দাস (৩৫)।
এর আগে, গত সোমবার সকালে মনিরামপুরের টেকারঘাটে মাছ বাজার যান নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উদয় সংকর বিশ্বাস। সেখান থেকে মোটরসাইকেলে ফেরার পথে নওয়াপাড়া-কালিবাড়ির সড়কের পাঁচাকড়ি গ্রামের বৈকালি মোড়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। সেখান থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যুবলীগ নেতা উদয় নেহালপুর স্কুল অ্যান্ড কলেজে সহকারী অধ্যাপক, টেকারঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি এবং পাঁচাকড়ি বৈকালি সার্বজনিন পূজামন্ডপের সভাপতি ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]