হেলাল উদ্দিন : দেশব্যাপী খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাইসহ অপরাধমূলক কার্যক্রমের প্রতিবাদে যশোরের মনিরামপুরে সাধারণ শিক্ষার্থীর ব্যানের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ শহীদ মিনার প্রঙ্গানে জড়ো হয়ে শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল পৌরশহরে বের করে। মিছিল শেষে শিক্ষার্থীরা পৌর ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে। এ সময় উপস্থিত সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সাধারণ শিক্ষার্থী সানজিদা আক্তার সোনিয়া, আফরিন সুলতান আনিকা, তাসনিম হাসান বর্ষা, ফারহানা আক্তার ভাবনা, রামিসা ইসলাম, ফারানা ইয়াসমিন, শম্পা খাতুন, মুস্তাকিম আল রাব্বি সাকিব, হোসাইন ইকবাল সানি, তাজওয়ার তাহমিদ, নাসিমুল বারী সাইমুম, শরীফ মাহমুদ, তারেক জাবের, শাকিব খান, রিয়াদ হোসেন প্রমূখ। সমাবেশে বক্তারা বর্তমানে সমাজে অপরামূলক সকল ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন- আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, প্রয়োজনে সন্ত্রাস চাঁদবাজ রুখতে আবার রাজপথে নামতে পিছু নিবো-না। এ সময় প্রশাসনকে তাদের দায়িত্ব পালনে সক্রিয় থাকারও আহবান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]