যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে যশোরের-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে সড়কে বাসের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বৃদ্ধার নাম আমেনা বেগম (৭৫)। তিনি পৌর শহরের দুর্গাপুর গ্রামের নূর আলী গাজীর স্ত্রী।
খইতলা এলাকার সাইদুর রহমান বলেন- বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়ে বের হয়ে আমরা পাকা রাস্তার পাশে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছি। মোড়ের গোলাম মোস্তফা নামের এক ব্যক্তির দোকানের সামনে উপুড় হয়ে পড়ে ছিলেন আমেনা বেগম। তার মাথা ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।
মনিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আদম আলী বলেন- আমেনা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন। দীর্ঘ ৪০-৫০ বছর মানসিক ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় সড়কে চলন্ত গাড়ীর ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]