যশোরের মণিরামপুর উপজেলার বারপাড়া গ্রামে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বাদল (২৪) ও আব্দুল আহাদ (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বাদল যশোর সদর উপজেলার জয়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে এবং আব্দুল আহাদ একই গ্রামের লোকমান হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় বাদল ও আহাদ বারপাড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে ছিলেন।
এসময় দুর্বৃত্তরা অতর্কিতে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে ঘটনাস্থলেই বাদল মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আহাদের।
খবর পেয়ে মণিরামপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয়।
স্থানীয়রা জানান, নিহত বাদল স্থানীয় কেবল অপারেটরের লাইনম্যান হিসেবে কাজ করতেন।
তবে যশোর সিটি কেবলের এমডি মীর মোশাররফ হোসেন বাবু বলেন, নিহত বাদল স্থানীয় কেবল অপারেটরের লাইন ম্যান হিসেবে কাজ করতেন। তবে বেশ কিছুদিন হলো তিনি কাজ ছেড়ে দিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]