মনিরামপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান, থানা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন এবং ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মোঃ আবু তালেব বৃহস্পতিবার মনিরামপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, মেয়র পদে এ তিন প্রার্থী ছাড়াও মহিলা কাউন্সিলর (সংরক্ষিত) পদে ১৫টি এবং ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে ৩৭ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ৩ জানুয়ারী রোববার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১০ জানুয়ারী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যহারের শেষ দিন রয়েছে।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী মনিরামপুর পৌরসভাটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিন পৌরসভার ১০ হাজার ৮৩৬ জন পুরুষ এবং ১১ হাজার ১২৯ জন মহিলা, মোট ২১ হাজার ৯৬৫ জন ভোটার তাদের ভোটাদিকার প্রয়োগের মাধ্যমে পৌর পিতা নির্বাচিত করবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]