
হেলাল উদ্দিন, রাজগঞ্জ: যশোরের মনিরামপুর উপজেলার প্রিন্টিং শিল্পের সাথে জড়িত সকল ব্যবসায়ীদের নিয়ে সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টায় মনিরামপুর পৌর শহরের উত্তরমাথা বাসস্ট্যান্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আশা আর্ট এন্ড ডিজিটাল সাইনের স্বত্ত্বাধিকারী এস.এম হাফিজুর রহমানের সার্বিক পরিচালনায় ও রেখা আর্ট ডিজিটাল সাইন এন্ড প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারী এস.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- এম.এম আরজান আলী, আনন্দ কুমার দেবনাথ, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, মোঃ ইমরান হুসাইন, মোঃ মহিদুল ইসলাম, মোঃ রাফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, সমীর কুমার দাস, ইমামুল হাসান, এস.এম ফারাবী মোস্তাকিম, আব্দুল্লাহ আল শোয়েব, মোঃ মনির হোসেন প্রমুখ।
মতবিনিময় শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে কন্ঠভোটে আগামী দুই বছরের জন্য মনিরামপুর প্রিন্টিং ব্যবসায়ী সমিতি সভাপতি এস.এম মফিজুল মফিজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এস.এম হাফিজুর রহমান, সহসভাপতি আনন্দ কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক এস.এম নজরুল ইসলাম, অর্থ সম্পাদক এম.এম আরজান আলী, সহ অর্থ সম্পাদক মোঃ আনোয়ারুল কবির লিটন, দপ্তর সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমামুল হাসান যথাক্রমে কার্যনির্বাহী সদস্য মোঃ রকিব হোসেন, মোঃ হাবিবুর রহমান ও মোঃ রাফিকুল ইসলাম নির্বাচিত হন।
উল্লেখ্য, মনিরামপুর উপজেলা ব্যাপি প্রিন্টিশিল্প ব্যবসার উন্নয়ন ও সুশৃঙ্খলতার মধ্যে আনতে সকলে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে একমত পোষণের মধ্য দিয়ে মনিরামপুর প্রিন্টিং ব্যবসায়ী সমিতির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]