সাতক্ষীরা প্রতিনিধি: নির্বাচনের খরচের নামে বাজার কমিটির নির্বাচনে অতিরিক্ত মূল্যে মনোনয়ন ফরম বিক্রি করে সমালোচনা মুখে পড়েছে কদমতলা বাজারের আহবায়ক কমিটি কর্তৃক কথিত নির্বাচন কমিশন। প্রতিটি মনোনয়ন ফরম বাবদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৫ হাজার টাকা, সহ-সভাপতি পদে ১০ হাজার টাকা, সহ-সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ৮ হাজার টাকা এবং সাংগাঠনিক, প্রচার ও ক্রীড়া সম্পাদকসহ ৭জন সদস্য প্রার্থীদের কাছ থেকে ৫ হাজার টাকা নির্ধারণ করেছে। এনিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিগত প্রায় ২০ বছর যুবলীগের সাবেক সাতক্ষীরা জেলা সভাপতি মান্নানের নিকট জিম্মি থাকার পর গত ৫ই আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর দীর্ঘদিন আহ্বায়ক কমিটি দিয়ে চলার পর নির্বাচনের আয়োজন করেছে কদমতলা বাজার কমিটি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ নভেম্বর কদমতলা বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে ২২ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫ টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত আপত্তি গ্রহন করা হবে এবং ২৫ নভেম্বর শুক্রবার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদে ৫ হাজার ও সদস্য পদে মাত্র ১ হাজার টাকা মনোনয়ন ফি ধরা হলে কি কারণে বাজার কমিটি নির্বাচনে মনোনয়ন ফি এত বেশি ধরা হয়েছে এ নিয়ে বাজারের সচেতন ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এবিষয়ে সংশ্লিস্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে কদমতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]