জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন উন্নয়ন পরিচালক (উপ) নির্বাহী পরিচালক আব্দুস সালাম। মানব ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৪ পদকে ভূষিত হয়েছেন।
বাংলাদেশের ভারত সীমান্ত ঘেষা সাতক্ষীরার কলারোয়ার উন্নয়ন পরিষদ (উপ) নির্বাহী পরিচালক আব্দুস সালাম।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুনা সেন হল মিলনায়তনে সার্ক কালচারাল ফোরামের উদ্যোগে ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসবে তাকে ওই পদকে ভূষিত করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন ভারত সরকারের পশ্চিমবঙ্গের এম এল এ দেবাশিষ মূখার্জী ও বাংলাদেশের ড. মাহফুজুর রহমান,
চেয়ারম্যান এটিএন বাংলা ও এটিএন নিউজ, ভারতের সার্ক কালচারাল ফোরামের সভাপতি এটিএম মমতাজুল করিম সহ পশ্চিমবঙ্গের গুনিজন ব্যক্তিবর্গ।
এদিকে সাতক্ষীরার কলারোয়ার উন্নয়ন পরিষদ (উপ) এর নির্বাহী পরিচালক আব্দুস সালাম মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন সংস্থার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]